Home / কবিতা / অমোঘ – সন্দীপ কুমার ঘোষ

অমোঘ – সন্দীপ কুমার ঘোষ

অমোঘ- সন্দীপ কুমার ঘোষ/শিল্পী- সোমক সেনগুপ্ত
শিল্পী- সোমক সেনগুপ্ত

 

 

পাতায় পাতায় ফুটে ওঠে, অন্তহীন হারিয়ে যাওয়া,
যত কাহিনী মানবের, যত ব্যর্থ চাওয়া,
কবে কারা দেখেছিল, ঊর্ধ্ব গগনের চূড়া,
কালের স্রোত পরাক্রমী, বিলীন হলো ওরা,
রুধিরের ধারাস্রোত যত, সকলি পাবে বলে,
শেষে রইলো না, সেই সব,
ইতিহাসের ধারায়, ফুরালো সেই রব,

আবারও এলো, নতুন কোনো এক বীর,
বুঝলো নাকো ইতিহাসের সেই অমোঘ বাণীর স্বর,
ঊর্ধ্ব নয়নে, আপন মননে,
ভেবেছিল জিতবে এই দূরূহ পরিসর,
বৃথা চাওয়া, বৃথা সে সব পাওয়া,
শেষে ইতিহাসের পাতায়, বিলীন হওয়ার পালা,

তাই হে মানবরূপী বীর, ভাবছো তুমি ছাড়া সৃষ্টি অপূর্ণ রবে?
বুঝবে তুমি কবে, ইতিহাসের গর্ভে তুমিও শীঘ্রই বিলীন হবে।

                           ……0……

অংকনঃ সোমক সেনগুপ্ত

Leave a comment

Check Also

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …

ছেলেবেলার পুজো- সোমক সেনগুপ্ত

Leave a comment