Home / কবিতা / অপেক্ষা – সুদীপ্ত বিশ্বাস

অপেক্ষা – সুদীপ্ত বিশ্বাস

অপেক্ষা/ সুদীপ্ত বিশ্বাস
শিল্পী- যামিনী খাঁ
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই নদীতীরে
পথ চেয়ে তবু আমি আজও বসে আছি
চোখ জ্বেলে তারা গুনি সারারাত ধরে।
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই সীমানায়
তবু আমি চিঠি লিখি বাতাসের গায়ে
সব চিঠি মুছে যায় ভুল ঠিকানায়।
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এই কুঁড়ে ঘরে
তবু আমি ঝাঁট দিই নিকানো উঠোন
বেছে বেছে ফুল তুলে গেঁথে রাখি মালা
জানি তুমি ফিরবে না
ফিরবে না কোনোদিন এতদিন পরে
তবু আমি সারারাত দোর খুলে জাগি
যদি তুমি ফিরে আসো এই অবেলায়…
…………০…………
অংকনঃ যামিনী খাঁ

Leave a comment

Check Also

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …

ছেলেবেলার পুজো- সোমক সেনগুপ্ত

Leave a comment