Home / ছোটদের ছড়া / কাকের ঠ্যাং – বদরুদ্দোজা হারুন

কাকের ঠ্যাং – বদরুদ্দোজা হারুন

কাকের ঠ্যাঙ/ বদরুদ্দোজা হারুন/
শিল্পী- পুণ্যতোয়া

 

কাকের ঠ্যাং বকের ঠ্যাং

মাখন মামু মারলো ল্যাং,

ল্যাং দিয়ে লেংচি হাঁটে

যখন তখন হেঁচকি ওঠে।

 

 

হেঁচকি শুনে হুমদো বিড়াল

লাফ দিয়ে হল পগারপার,

পগারপারে ছিল বাঘ

হালুম বলে ধরলো ঘাড়।

 

 

ঘাড়ে নিয়ে বাঘের মাসি

জোরসে দিল এমন কাশি

বাঘ বেটা ছেড়ে পালায়

তেপান্তরের মাঠে ধায়।

……০……

অংকনঃ পুণ্যতোয়া

Leave a comment

Check Also

গল্প- নির্মাল্য ঘরামী

ট্রেনে বৃক্ষবপনকারী সেই লোকটি – নির্মাল্য ঘরামী

      ভাবিনি যে ভদ্রলোকের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। সেদিন যে কৌতূহলটা মনের …

অপেক্ষা/ সুদীপ্ত বিশ্বাস

অপেক্ষা – সুদীপ্ত বিশ্বাস

জানি তুমি ফিরবে না ফিরবে না কোনোদিন এই নদীতীরে পথ চেয়ে তবু আমি আজও বসে …

চড়ুইভাতি/ শিল্পী- যামিনী খাঁ

চড়ুইভাতি – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

    ওপারের দ্বীপ, জলের নৌকো, মিঠে মিঠে রোদ্দুর বাড়িয়ে দেওয়া হাত, ছবি তো ঠিকঠাকই …

মিথ/ রঞ্জন চক্রবর্ত্তী

তত্ত্বে সৃজনে বিশ্লেষণে মিথ – রঞ্জন চক্রবর্ত্তী

  ইংরেজি ‘Myth’ শব্দটির উৎপত্তি হয়েছে গ্রীক ভাষার ‘Muthos’ শব্দটি থেকে, বাংলায় এর ভাষান্তর হিসেবে …